নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই- জনগণের সমর্থন পাব। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব, মেরামত করব। ৩১ দফা কার্যকর করা হবে।
তিনি বলেন, ‘যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা-আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরও ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে দলের কাছে নিয়ে আসতে হবে। দলের সাথে আরও সম্পৃক্ত করতে হবে।
‘শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার। আমাদের এফেক্টিভ মানুষ দরকার। প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামীর দিনে দরকার। কারণ, এই পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গা। কাজেই আমাদের যদি পুনর্গঠন করতে হয়, আমাদের সেরকম মানুষ দরকার। সেরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে।
আজ সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সদস্যপদ নবায়ন করার দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে।
এ সময় দল এবং দেশকে পুনর্গঠন করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা সাংগঠনিক সম্পাদকরা করবেন।’
Posted ১৫:৪১ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain