নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সরগরম বি-টাউন। অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরি করতে এসে সরাসরি তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় আততায়ী। আর সেই ঘটনায় গোটা বলিউড এখন উদ্বেগে। শাহরুখ-সালমান থেকে শুরু করে বি-টাউনের বড় বড় তারকারা অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন।
তারই মাঝে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা অসংবেদনশীল মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। যে ঘটনায় চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। সম্প্রতি ঊর্বশী এক সাক্ষাৎকারে তার ডাকু মহারাজ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার সময় সাইফকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন।
যেখানে তিনি অভিনেতার ওপর হামলার ঘটনা এড়িয়ে নিজের হাতের হীরেখচিত ঘড়ি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। এরপরই নায়িকার ওপর চটে যান নেটিজেনরা।
এবার এই ঘটনায় পতৌদি নবাব সাইফ আলি খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঊর্বশী। অভিনেত্রী বললেন, তিনি আসলে ঘটনার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারেননি।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় সাইফ আলি খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি ডাকু মহারাজ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় আর আমার পাওয়া উপহারের মধ্যে ডুবে ছিলাম। তাই আপনি ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝে উঠতে পারিনি।’
ঊর্বশী আরও লেখেন, আমি এই বিষয়টি নিয়ে অসংবেদনশীল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমার ক্ষমা গ্রহণ করুন।
অভিনেত্রী লেখেন, ‘আমি যদি কোনওভাবে আপনার পাশে থাকতে পারি, তাহলে দয়া করে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে সাইফ আলি খানের বাড়িতে চুরি করতে এসে অভিনেতার ওপর ছুরি দিয়ে হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন সাইফ। তবে তাকে হাসপাতালেই রাখা হয়েছে।
প্রসঙ্গত, সাক্ষাৎকারে ঊর্বশীকে সাইফ আলি খানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। তখন ঊর্বশী ‘এটা খুবই দুর্ভাগ্যজনক’ বলার পরই নিজের ছবি ‘ডাকু মহারাজ’ ও নিজের পাওয়া উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। বলেন, ‘ডাকু মহারাজ বর্তমানে বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। এজন্য আমার মা আমাকে এই হীরাখচিত রোলেক্স ঘড়িটি উপহার দিয়েছেন, আর আমার বাবা আমাকে এই আঙুলে পরার ছোট্ট ঘড়িটি উপহার দিয়েছেন। তবে আমি এগুলি প্রকাশ্যে পরতে আত্মবিশ্বাসী বোধ করি না। কারণ আমাদের উপর যে কেউ আক্রমণ করতে পারে, নিরাপত্তাহীনতা রয়েছে। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। আর উর্বশীর এই মন্তব্যের পরই তার উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা।
Posted ০৭:৩৬ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain