নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ঢাকা থেকে সিলেট হয়ে এবার বন্দরনগরী চট্টগ্রাম মাতাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হয়েছে মাঠের লড়াই।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। বেলা দেড়টায় মাঠে গড়ায় ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।
আসরে টানা ছয়টি হারের পর নিজেদের সব শেষ ম্যাচেই জিতেছে ঢাকা। অপরদিকে বরিশাল রয়েছে দারুণ ছন্দে। পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে দলটি। আজকের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বরিশাল।
শাহীন শাহ আফ্রিদি এবং কাইল মেয়ার্স বিপিএল ছেড়ে দেশে ফেরত গেছেন। তাদের জায়গায় দলে এসেছেন ডেভিড মালান এবং মোহাম্মদ নবি। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় রিপন মন্ডলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
Posted ০৮:০৮ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain