নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এই বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
জনপ্রশাসন সচিব বলেন, গোয়েন্দা রিপোর্টে যেই ২২৭ জন বাদ পড়েছে তাদের বেশিরভাগই যোগ দিতে পারবে। এখন তাদের পুনর্বিবেচনার আবেদনের যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পড়বে।
আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন বলেও জানান তিনি।
মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে মো. মোখলেসুর রহমান বলেন, দ্রুতই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। এবার পেনশনাররাও মহার্ঘ্য ভাতা পাবেন। ভাতার হার নিয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
এই ভাতা আগামী বাজেটের আগেই দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
Posted ০৯:৫৪ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain