নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত প্যালিসেডস, ইটন, হার্স্ট ও উডলিতে পাঁচজন নিহত এবং এক হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে। শঙ্কার বিষয় হলো, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, ইটনে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্যালিসেডসের আগুন থেকে ৩৭ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার পালিসেডসে প্রথম আগুনের ঘটনাটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। শহরের ভেতরে এবং আশপাশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, পানির অভাব অনুভব করছেন তারা।
এই সপ্তাহের শুরুতে দাবানল শুরুর আগে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে তীব্র অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস)। বিশেষত, এ অবস্থার জন্য দায়ী শুষ্ক আবহাওয়া ও অগ্নিসংবেদনশীল গাছপালা। বর্তমানে আগুনের প্রভাব এতটাই ব্যাপক, উদ্ধারকর্মীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল ঠেকাতে পারছেন না।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হর্ভাথ বলেন, এটি খুব খারাপ অবস্থা। যারা এই আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের সহানুভূতি রইল।
Posted ০৬:০১ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain