নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরার-১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে অবস্থিত লাভলীন নামে একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদরদপ্তর।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পাওয়ার পর ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের নয়টি একে একে যোগ দেয়।
আগুনে এখনো হতাহতের কোনো তথ্য মেলেনি। আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিক তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Posted ০৫:৫৭ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain