নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তার মেয়ে থাকেন। সেখানেই যাচ্ছেন তিনি। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
Posted ০৪:৩৪ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain