নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বরের (বৃহস্পতিবারের) মধ্যে বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে রেলপথ ছেড়েছেন রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে আগামী ২২ ডিসেম্বর আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।
আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।
এ সময় তিনি বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রবিবার সকালে আবারো এই আন্দোলন করা হবে।
ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।
Posted ০৮:৫০ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain