নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারত দীর্ঘ ১৫ বছর একটি পার্টির সাথে কাজ করছে। আর স্বৈরশাসকরা ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহায়তা নিয়েছে। বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। কিন্তু তারা পারেননি। এ কারণে ভারত উল্টোপাল্টা কথা বলছে ও প্রচারণা করছে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় বাংলাদেশি।
সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল নগরীর শহীদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন, ২৪ এর বিজয় দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, দুঃশাসন মুক্ত হয়েছি। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একত্রিত করে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশ সংস্কারে যে ভূমিকা নিয়েছেন, সেগুলো জনগণের কাছে আমাদের পৌঁছে দিতে হবে।
এর মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
এ সময় বরিশাল মহানগর ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ১৬:০৮ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain