নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশের পতিত স্বৈরাচার সরকারকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি। তারা এ দেশের জনগণের হৃদয়ে আঘাত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা, এই দেশে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই প্রত্যাশাতেই মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক। নির্বাচিত সরকার বুঝে জনগণের চাহিদা কি এবং সেই অনুযায়ীই তারা পদক্ষেপ নিয়ে থাকে।
বিএনপির এই নেতা বলেন, দেশ নায়ক তারেক রহমান। তিনি দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিদায় করেছে, স্বৈরাচার বিদায় করেছে। খুনিরা পালিয়ে গেছে।
অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাদত বিপলুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ডা. ফরিদ উজ-জামান খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান শফিক, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস উপস্থিত ছিলেন।
Posted ১৬:১৬ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain