সোমবার ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে মাফিয়া লীগের পুনরাবৃত্তি যেন আর না হয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

দেশে মাফিয়া লীগের পুনরাবৃত্তি যেন আর না হয়: রিজভী

দেশে ‘মাফিয়া লীগের’ পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়া লীগ তৈরি করেছিল হাসিনা। বিএনপির নেতাকর্মী সংগঠনবিরোধী কার্যকলাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যেন সেই শেখ হাসিনার ফ্যাসিবাদি আচরণের পুনরায়বৃত্তি না ঘটায়।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে ভুক্তভোগী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

গত বুধবার (২১ নভেম্বর) দুপুরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর দুই মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

সেই ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলেছি, এ ঘটনার সঙ্গে যে জড়িত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আজকের মধ্য তার বিরুদ্ধে মামলা দেন। কারও অন্যায় হলে আপনারা পুলিশকে জানান। পুলিশ না করলে আপনি গণতন্ত্রের প্রক্রিয়াগুলো রয়েছে, প্রতিবাদ, মানববন্ধন করেন। কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা একটি ত্রুটি করবেন, তা বড় করে আন্তর্জাতিক দেখানো হবে। বিএনপির নেতাকর্মীরা কুরুচিপূর্ণ আচরণ এবং সভ্যতা বজায় রাখবেন। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ। বিএনপি এটা করে না। সারা দেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।  গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বিগত সাড়ে ১৫ বছর তার ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়া লীগ তৈরি করেছিল। সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়। বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে যেন কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যেন সেই শেখ হাসিনা ফ্যাসিবাদের আচরণের পুনরায়বৃত্তি না ঘটায়।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতাড়িত করা যায়নি। তিনি বার বার বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশ মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেননি। তারা নানাভাবে তাকে শারীরিক, মানসিকভাবে অত্যাচার, নির্যাতন করেছে।

রিজভী বলেন, তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। পরবর্তী সময়ে তাঁকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মী দেশের কোথাও চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশটা যখন ধীরে ধীরে নতুনভাবে গড়ে ওঠার প্রক্রিয়া হচ্ছে এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, এই গণতন্ত্রের যাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য এবং অঙ্গীকার।

বিএনপির এই নেতা বলেন, এই সাড়ে ১৫ বছর আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। এই নাটোরে এক ভয়ঙ্কর দুর্বৃত্ত পরায়ন এমপির যে দৌরাত্ম্য, আমাদের কোনো প্রোগ্রামে যেতে বাস আটকে দিয়েছে, বাধা দিয়েছে, হামলা করে শত শত নেতাকর্মীকে আহত করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৪২ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(881 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com