নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | প্রিন্ট
তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেইলার প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।
আরিফুর রহমানের নির্মাণে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরে গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। এ সিরিজে আরো অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। পরিচালক কোনও তারিখ ঘোষণা না করে বলেছেন, ‘বাজি’ আসছে শিগগিরই।
তাহসান-মিথিলা এই সিরিজের মাধ্যমে এক হলেও ‘বাজি’-তে একসঙ্গে দেখা যাবে না তাদেরকে। সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন মিথিলা। কাজটি নিয়ে তিনি বলেন, তাহসানের সঙ্গে সিন শেয়ার না করলেও এখানে আমরা স্ক্রিন শেয়ার করেছি। তাহসান অনেক ভালো অভিনেতা।
তিনি আরও বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে। অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।
প্রসঙ্গত, শোবিজের জনপ্রিয় তারকাজুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি অনেকেই এই জুটিকে আইডল কাপলও মনে করতেন। কিন্তু তাদের বিচ্ছেদের খবরে যেন মন ভেঙে যায় ভক্তদের। ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা।
[youtube https://www.youtube.com/watch?v=yEY5O8N8KOE]
Posted ০৬:০৫ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain