নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট
চাইম ব্যান্ডের ভোকালিস্ট কণ্ঠশিল্পী খালিদ আর নেই। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালিদের মৃত্যুর খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শব্দ প্রকৌশলী ঈশা খান।
আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ। তিনি চাইম ব্যান্ডের ভোকাল ছিলেন।
ক্যারিয়ারের সংখ্যার দিক থেকে সমসাময়িকদের তুলনায় কম গান করলেও প্রায় সব গানেই জনপ্রিয়তা পেয়েছেন খালিদ। ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন শোক।
এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা শুরু করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।
Posted ১৫:০৬ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain