নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
আজ ১১ই অক্টোবর। ক্যালেন্ডারে লাল কালি নেই ঠিকই। কিন্তু আপামর সিনেমাপ্রেমীদের মনে দিনটা গেঁথে গেছে পাকাপাকি। কারণ ১৯৪২ সালের এ দিনে অমিতাভ বচ্চনের জন্ম হয়। একাশি পূর্ণ করলেন বিগ বি।
দিনটি অমিতাভ অনুরাগীদের জন্য বিশেষ। প্রিয় তারকাকে নিয়ে আয়োজনের কমতি রাখেন না তারা। বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে আমিতাভকে শুভেচ্ছা জানাতে আসেন তারা।
কেউ বুকে লিখেছেন নাম, কেউ চলে এসেছেন মিষ্টি আর কেক নিয়ে। বিগ-বির বাড়ি জলসার সামনে মাঝরাতেই যেন জনসমুদ্র। ভক্তদের নিরাশ করেননি এ তারকা। জন্মদিনের রাতেই দেখা দিয়েছেন। হাসি মুখে গ্রহণ করেছেন সকলের শুভেচ্ছা।
গোলাপী-নীল রঙের হুডি আর ট্র্যাক প্যান্ট পরে এসেছিলেন বিগ-বি। মাথায় ছিল নীল টুপি। তবে পায়ে জুতা ছিল না। খালি পায়েই ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন একাশি বছরের ‘বার্থ ডে বয়’। এই প্রথম নয়, এর আগে যতবার এসেছেন প্রায় প্রত্যেকবারই খালি পায়ে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছেন অমিতাভ বচ্চন।
এর আগে এ বিষয়ে কথা বলতে গিয়ে বিগ বি নিজেই কারণটি জানিয়েছেন। জলসার বাইরে এভাবে ভক্তদের সঙ্গে দেখা করতে আসা তার কাছে মন্দিরে যাওয়ার সমান। মন্দিরে তো আর কেউ জুতা পরে যান না। তাই বলিউড শাহেনশাহ খালি পায়েই ভক্তদের অভিবাদন গ্রহণ করেন।
১৯৬৯ সালে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখা মৃণাল সেনের ভুবন সোম ছবিতে। তবে প্রথম ছবিতে শুধু ব্যবহার করা হয়েছিল তার কণ্ঠ। প্রথম অভিনয় ‘সাত হিন্দুস্থানি’ ছবিতে। কিন্তু দর্শক তাকে প্রথম যে ছবির জন্য মনে রাখল, তা হল ‘জঞ্জির’। তারপর ‘দিওয়ার’, ‘শোলে’র মতো একের পর এক হিট সিনেমা আসে তার হাত ধরে। ক্যারিয়ারে পাঁচ দশক পার করেও এতটুকু ফিকে হয়নি অমিতাভ-ম্যাজিক।
Posted ০৮:১০ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain