নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশবিরোধী শক্তি জামায়াত-বিএনপি বাংলার মানুষের মঙ্গল চায় না। এরা দেশের শত্রু, জাতির শক্র।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানা নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় এসব কথা বলেন মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, জামায়াত-বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন-যাদের জন্ম হয়েছে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মধ্যদিয়ে। সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল, সেই সময় উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করার জন্য দেশবিরোধী শক্তি জামায়াত-বিএনপি সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্যের রাজত্ব কায়েম করতে চায়। তারা বাংলার মানুষের ভালো চায় না।
তিনি বলেন, বিএনপি একটি খুনির দল, দেশবিরোধী-সন্ত্রাসী সংগঠন। যাদের দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমান একজন খুনি। জিয়াউর রহমান হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মধ্যদিয়ে ক্ষমতায় এসেছিল। জিয়া ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যদিয়ে ক্ষমতা কুক্ষিগত করে। সেই খুনির দল, দেশবিরোধী শক্তি জামায়াত-বিএনপির কাছে মানুষ কি আশা করতে পারে।
তিনি উপস্থিত সকলের নিকট দেশি-বিদেশি সকল অপশক্তিকে মোকাবেলায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মো. হিরু মিয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ হোসেন, যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ১২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক রেজোয়ান রাব্বী, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জেমী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টিটু সহ মিরপুর থানা এবং ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন। এ সময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Posted ০৯:৪৮ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain