নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ সংগঠনটির ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে নগরীর আলমাস সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে প্রথম সংঘর্ষ বাধে। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।
মোস্তাফিজুর রহমান বলেন, জানাজার অনুমতি ছাড়া জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিকেল থেকে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পূর্বপ্রস্তুতি থাকায় তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
কোতোয়ালিু থানার ওসি জাহিদুল কবির বলেন, আলমাস সিনেমা হল ও কাজীর দেউড়ি মোড় থেকে কোতোয়ালি থানা পুলিশ সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আবার জিইসি মোড় ও ওয়াসার মোড় থেকে আশপাশের থানা পুলিশও কিছু গ্রেফতার করেছে। তবে মোট সংখ্যা এখন জানানো সম্ভব নয়।
পুলিশ জানায়, সোমবার (১৪ আগস্ট) রাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর যে কোনো ঘটনা এড়াতে চট্টগ্রাম জেলা ও বন্দর নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। ফলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনোরকম অঘটন ঘটাতে পারেনি। মঙ্গলবার বিকেলে তারা সাঈদীর গায়েবানা জানাজার জন্য সমবেত হওয়ার চেষ্টা করেও সফল হয়নি।
Posted ০৮:৪৬ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain