নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তুয়ালে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের শহর তুয়াল। শহরটি কেই দ্বীপপুঞ্জে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে থাকায় ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।
Posted ০৬:৪৭ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain