নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারো নেই। বিএনপি যদি বাধা দিতে আসে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ইজ্জত বাঁচাতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না হলে বাংলাদেশের মানুষ আপনাদের মানসম্মান রাখবে না।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নেতারা আশার মালা গেঁথে বসেছিল কখন আসবে ইইউ, আমেরিকার প্রতিনিধি। কিন্তু তাদের কথা শুনে বিএনপি নেতাদের আনন্দ ম্লান হয়ে গেছে। আমেরিকা বলে গেছে তত্ত্বাবধায়ক নিয়ে তাদের মাথা ব্যথা নয়। তারা জানিয়েছে এদেশের নির্বাচন হবে সংবিধান মেনেই। বিএনপি নেতারা তাই অকথ্য ভাষায় কথা বলছে। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে এটাই তাদের জ্বালা।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। এসব দেখে তারা বুঝে ফেলেছে নির্বাচনে কী হবে। পরাজয়ের কথা ভেবেই তাদের মন খারাপ। তাই পদযাত্রা থেকে হামলা করে, ককটেল মারে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা গরম না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বাধা দিতে এলে কিংবা দেশের মানুষের শান্তি নষ্ট করতে চাইলে বিএনপিসহ সব অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে
Posted ১২:৫০ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain