নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এই কম্পন অনুভূত হয়। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার এক টুইট বার্তায় জানায়, শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে ফয়জাবাদ থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নীচে।
উল্লেখ্য, গত ২৬ জুন দেশটির ফয়জাবাদের দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সূত্র : এনডিটিভি
Posted ০৬:৩৫ | শনিবার, ১৫ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain