নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের স্বার্থে কখনো জোট গড়ে আবার কখনো ভাঙে। তাদের এই ভাঙা-গড়া অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবাও কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, আবার কখনো বাড়ে। সুতরাং বিএনপি ও অ্যামিবার মধ্যে মিল রয়েছে।
আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জোটে আসলে কতটি দল আছে, সেটা নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। মাস্টার্সের একটি থিসিস অন্তত হতে পারে।
তিনি আরো বলেন, ১২ কিংবা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল নিজে মুখস্ত বলতে পারলে তাকে আমরা ধন্যবাদ জানাবো।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, তারা (বিএনপি) যাদের কাছে ধরনা দেন, তাদের মধ্যে ইইউ রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগত গণতন্ত্র বাধাগ্রস্ত করেছেন, সেই কথা ইইউ রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির অপরাজনীতির ওপর একটি বড় চপেটাঘাত।
কাঁচামরিচ ও চিনির বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে। আমাদের রফতানি আয় বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বমন্দা সত্ত্বেও দেশ সঠিকভাবে এগোচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকা সঠিকভাবে চলছে। কাঁচামরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে। এখন কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতাদের একটি ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে।
Posted ১৬:৩৮ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain