নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জুন ২০২৩ | প্রিন্ট
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ আগামী ১ জুলাই (শনিবার) ঢাকা আসছেন। বেইজিং থেকে তিনি ঢাকায় বলে জানা গেছে। তিনি বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।
ঢাকা সফরকালে আমিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এ ধরনের সফরের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে সফরে। এছাড়া মোংলা অঞ্চলে পানি বিষয়ক একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে তার। ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ নিয়েও তিনি একটি বক্তৃতা দেবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির কারণে সে সফর স্থগিত হয়। সূএ : ঢাকা মেইল ডটকম
Posted ০৭:১৪ | বুধবার, ২৮ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain