নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ জুন ২০২৩ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহাসচিব মাঝে মধ্যে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
বিএনপি সূত্র জানায়, সাধারণত দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের দরকার হলে তখন সাক্ষাৎ করেন।
Posted ০৬:৪৩ | সোমবার, ২৬ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain