নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ জুন ২০২৩ | প্রিন্ট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে ডিএনসিসি এলাকায় ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ৯ লাখ পলিব্যাগ দেওয়া হবে বর্জ্য ফেলার জন্য।
আজ দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে স্মাট বাংলাদেশ, স্মার্ট হাট শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি যৌথ উদ্যোগে এই জিডিটাল হাটে লেনদেন সেবার উদ্বোধন করা হয়। উত্তরের ৮টি হাটে ডিজিটাল লেনদেন হবে। লেনদেন করা টাকা সরাসরি বেপারির অ্যাকাউন্টে চলে যাবে।
এবার কোরবানির ঈদে স্মার্ট হাটের লেনদেন টার্গেট দেড়শ কোটি টাকা ছাড়াবে বলে জানান আতিকুল ইসলাম।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে সবাইকে প্রান্তিক পর্যায়ে কাজ করার আহ্বানও জানান মেয়র।
আতিক বলেন, গুলশান ১ নম্বর মার্কেট এর মধ্যেই ক্যাশলেস করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যেই উত্তরের সব মার্কেট ক্যাশলেস করা হবে। প্রতি মার্কেটের ক্যাশলেস করতে মার্কেট সভাপতিদের ডেকে বৈঠক করা হবে। মার্কেটগুলো ক্যাশলেস হলে ছিনতাইকারীদের দৌরাত্ম্যও কমে যাবে।
ট্রেড লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, ৯০ হাজার ট্রেডকেস অনলাইনে দেওয়া হয়েছে। রিকশাকে নির্ভরযোগ্য করতে কিউআর কোড দেওয়া হবে। এ সময় হোল্ডিং ট্যাক্স অনলাইনে দেওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আতিক বলেন, ‘সবুজে বাস বারো মাস’ স্লোগানে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। বায়ো ডায়ভারসিটি করতে রসকাউ, কাঠবাদাম গাছ লাগানো হবে। এসব গাছ থাকলে নগরে পাখি আসবেই। পরিবেশ বাঁচাতে ইকো ব্যালেন্স খুবই জরুরি। এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থেকে নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান ।
Posted ১০:১২ | সোমবার, ১৯ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain