নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট
পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দেড়শো জন।
স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃষ্টিতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিহত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টার ভেতর ত্রাণ প্রদানের রিপোর্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।
Posted ০৬:২১ | রবিবার, ১১ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain