নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগ আক্রমণ করলে বিএনপিও ছেড়ে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে আছে, শান্তিপূর্ণ আন্দোলনই করতে চায়। আওয়ামী লীগ যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে ছেড়ে দেবো না।’
পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্রের আইনশৃঙ্খলায় নিয়োজিত। আগ বাড়িয়ে আওয়ামী লীগের পক্ষের রেফারি হতে যাবেন না।’ বুধবার (৭ জুন) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিছিলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ কর্মসূচি করে দলটি।
আগামী ৯ জুন শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘আমাদের প্রতিটি থানা, ওয়ার্ডে ও মহল্লায় নেতাকর্মীদের মুক্তি এবং লোডশেডিংয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে হবে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাবন্দি করা হচ্ছে। মামলায় জামিন পেলেও জেল গেট থেকে আবার আটক করা হচ্ছে। বিএনপি নেতা মজনুকে গ্রেফতারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে রাতের আধারে বাসা থেকে আটক করা হয়। পরে মজনু জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হয়।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, ‘আর কতজনকে আটক করবেন? জেলে তো আর জায়গায় হচ্ছে না। আপনারা তো (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। জাতি এ বন্দিদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বিএনপির আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ চলমান আন্দোলনেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে।’
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, লতিফুল্লা জাফরু, আকবর হোসেন নান্টু, কমিশনার মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, আবদুল আজিজ, এম এ হান্নান, সাইফুল্লা খালিদ রাজন, নাদিয়া পাঠান পাপন প্রমুখ।
Posted ০৭:৫০ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain