নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৯ সালে ১১ লাখ মানুষ আয়কর দিতেন। গত ১৪ বছরে দেশে আয়কর দেওয়ার হার ৩ গুণ বেড়েছে। বর্তমানে ২৯ লাখ মানুষ আয়কর দেন। তবে আয়কর দিতে সক্ষম অন্তত ২ কোটি মানুষ।
আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে গত ১৪ বছরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে। এই সময়ে বাজেট ৯ গুণ বেড়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, ডলার সংকটে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে শৈথিল্য আসায় বাজেট প্রণয়ন বড় চ্যালেঞ্জ ছিল। এরপরও গত বছরের তুলনায় এক লাখ কোটি টাকার বেশি বাজেট এবার উত্থাপন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ অর্থবছর থেকেই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে। কেউ এ দাবি জানায়নি, সরকার নিজে থেকেই এটা করছে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে ২০টি দেশে ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, এরমধ্যে বাংলাদেশও রয়েছে।
Posted ১৬:১১ | শুক্রবার, ০২ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain