নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ মে ২০২৩ | প্রিন্ট
আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বিএনপির নতুন কর্মসূচি। এ ধাপের কর্মসূচি চলবে ১৫ জুন পর্যন্ত।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ময়মনসিংহ মহানগরে পদযাত্রার মাধ্যমে দলের পূর্বঘোষিত কর্মসূচি শেষ হচ্ছে। আগামীকাল থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হচ্ছে।
তিনি বলেন, ২৯ মে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভার মধ্যে দিয়ে
ইন্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে শুরু হবে কর্মসূচি। আগামী ১৫ জুন এসব কর্মসূচি শেষ হবে।
Posted ১০:২৯ | রবিবার, ২৮ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain