নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
জেলখানাতেও নির্যাতনের নতুন মাত্রা যোগ হয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিরোধীদলের নেতাদের সেলে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি।
বিএনপি নেতা রিজভী আরও বলেন ‘যদি কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসে তার স্থান হয় কাশিমপুর কারাগার। শুধু প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং প্রমোশনের আশায় অতিলোভী কারা কর্মকর্তারা এগুলো করছেন।’
প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন, এমন মন্তব্যও করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রুহুল কবির রিজভী আরও বলেন ‘তিনি দেশের সম্পদ বিক্রি করে আবারও ক্ষমতায় থাকতে চান? দেশের মানুষ তা মেনে নেবে না।’
তিনি বলেন ‘প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলে ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাকস্বাধীনতাকে আটকে রেখেছেন।’
স্মরণসভার আয়োজন করে অধ্যাপক এমএ মান্নান স্মৃতি পরিষদ। সভার সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার। মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল হক প্রমুখ।
Posted ১০:০৯ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain