নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে।
আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, আর্মি ও রাজউকের বিশেষজ্ঞরা। আমরা পরীক্ষানিরীক্ষা করছি। পরীক্ষানিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে।
আজ দ্বিতীয় দিনের মতো ভবনে উদ্ধার অভিযান চলছে। এর আগে, মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
Posted ০৮:২১ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain