চট্টগ্রাম সংবাদদাতা : অদ্য ২৪ফেব্রুয়ারী বিকাল তিন টায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুন্ড কলেজ রোড়স্হ বদিউল আলম নিউ মার্কেটের ৩য় তলায় “সীতাকুণ্ড এক্সপোর্ট কালেকশন” নামে একটি শোরুমের শুভ উদ্বোধন করেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহাদাত হোসেন। এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফোরকান আবু ও এম সেকান্দার হোসাইন। এছাড়া ও বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্টানিকতা।