একে কুদরত পাশা | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জ : নূরুল হুদা মুকুটকে সভাপতি এবং নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা দুইজনই গত কমিটিতে সহসভাপতি ছিলেন।শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। নামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক।
জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবিরকে জাতীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কারযনির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
নুরুল হুদা মুকুট বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়ুব বখত জগলুলের মৃত্যুর পর তার সহোদর নোমান বখত পলিনকে জেলা কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। সহ সভাপতি থেকে নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয় তাকে ।
১৯৯৭ সালের পর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর আর সম্মেলন হয়নি। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা কমিটির সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে এনামুল কবিরের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তখন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এনামুল কবির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা পরিষদের প্রশাসক।
Posted ১২:৪৫ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin