নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ায় ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদি পশুও প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কারণে গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৭০ হাজার গবাদি পশু মারা গেছে। দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের অনেক প্রদেশে তীব্র ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এ ছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহে সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারি তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি
Posted ০৬:০৬ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain