নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেবে জনগণ।
আজ (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর দারুস সালাম থানা অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় ৭০০ পরিবারের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র , কর্ণফুলী টানেল, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের সক্ষমতার পরিচয় দিয়েছে।
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে আবারও নৌকা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান নিখিল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহার আনাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগ দারুসসালাম থানা সাবেক সভাপতি মো. ইসলামসহ ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Posted ১৫:৪০ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain