নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নদীর স্রোতের সামনে দাঁড়ালে কেউ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, যখন প্লাবন থাকে তখন কোনো দেওয়াল বাধা হয়ে থাকতে পারে না। যেভাবে সাধারণ জনগণের মাধ্যমে সরকারকে ক্ষমতা দেওয়া হয়, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত করা হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়েই সেই পথ অবলম্বন করে যাচ্ছি। এখানে যদি কেউ বাধা সৃষ্টি করেন তিনি টিকতে পারবেন না। বাধা তৈরি করলে তারা হারিয়ে যাবেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর পৌর শহরের লালদিঘিস্থ জেলা বিএনপির দলীয় চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। সুষ্ঠু সুন্দর নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগের মধ্যে নেই। সেখানে বিএনপি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের সংস্কৃতি ফিরিয়ে আনার লড়াই করে যাচ্ছে। বিএনপির এমন কাজে আওয়ামী লীগ সম্মান না দেখিয়ে একের পর এক তাদের পেটুয়া বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা মামলা করে যাচ্ছে।
বাংলাদেশের অর্থনীতিক অবস্থা নিয়ে সম্প্রতি জেএফআই গ্লোবালের প্রকাশিত তথ্যের পরিসংখ্যানের চিত্র উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষমতায় থেকে ব্যাংকগুলো খালি করে ফেলেছে। সরকারের নেতা আমলারা টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় গিয়ে এসব পাচারকারীদের হিসাব নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুসা, শার্শা উপজেলার সভাপতি খায়রুজ্জামান মধু, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান প্রমুখ।
Posted ১৫:৩৪ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain