নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
পাকিস্তানি শাসকরা যা করত, বর্তমান সরকার তার চেয়েও বেশি করছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।
তিনি বলেন, রাস্তায় যখন নেমেছি, যে জন্য দেশ স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটার কিছুই এখন আজ নেই। জীবন যখন দিয়েছি, জয় না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে গ্রেফতার বিএনপির গণমিছিলে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে টুকু বলেন, শুক্রবার থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ গেছে। আমি জানি সব পুলিশ ভাইয়েরা মন থেকে এটা করে না। পুলিশ জনগণের সেবক। কিন্তু অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য এসব কাজ করছেন। আমি তাদের অনুরোধ করবো আপনারা জনগণের ভাষা বুজতে শিখুন। জনগণের আন্দোলন কেউ ঠেকাতে পারেনি, এ আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম এতই বেড়েছে যে মানুষ আজ বাজার করতে পারছে না। বাজারদর আজ মানুষের হাতের নাগালে নেই। মানুষ বাঁচতে চায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াহাব আকন্দ প্রমুখ।
Posted ১৫:৩০ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain