নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০৪১ সালে ডিজিটাল থেকে হবে ‘স্মার্ট বাংলাদেশ’। অবশ্যই আমরা সেই জায়গায় যাবো, আমাদের যেতেই হবে।
তিনি বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে সেভাবে এগিয়ে চলুক। এ অগ্রযাত্রা যেন বন্ধ না হয়। আমাদের এগিয়ে যেতে হবেই।
আজ দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম গ্র্যাজুয়েশন ডে-২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা হয়তো ‘স্মার্ট বাংলাদেশ’ নাও দেখে যেতে পারেন। আমাদের মধ্যে হয়তো অনেকেই চলে যাবেন। তবে নতুন প্রজন্ম একটি উন্নত বাংলাদেশ পাবে। তারা মাথা উঁচু করে চলবে। শিক্ষা-দীক্ষায় সবকিছুতেই তারা গিয়ে থাকবে। সেটাই হবে বাংলাদেশের ঠিকানা।
মন্ত্রী বলেন, অন্যান্য দেশের পর্যটন জিডিপিতে ১০ শতাংশ পর্যন্ত অবদান রাখে। সেখানে আমরা এখনো ফিগারে আসতে পারিনি। চিন্তার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আগামী ১০ বছরের মধ্যে এ শিল্পের প্রসার ঘটবে।
তিনি বলেন, মূর্খ লোকের অনেক কথা। ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমাদের এ অগ্রযাত্রা ও দুর্বার অগ্রগতি। করোনা না এলে হয়তো আমরা লক্ষ্যে পৌঁছে যেতাম। আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। মেধাবী ছেলেরা বাংলাদেশকে নতুনভাবে দেখছে। নতুনভাবে তারা প্রস্তুত হচ্ছে। মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, নতুন প্রজন্ম সেই জায়গায় চলে আসছে।
তেজগাঁও কলেজের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কাউন্সিলের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল প্রমুখ।
Posted ১৫:৩৫ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain