| মঙ্গলবার, ১৭ জুন ২০১৪ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : গত ৯ জুন মিস আমেরিকার মুকুট পরানো হয় নিয়া সানেচেজকে।১৬ জুন সোমবার তিনি ‘দি টোড শো’ নামের এক রেডিও অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে হাজির হন।
রেডিও শোর এক কুইজে অংশগ্রহণকালে এই সুন্দরীকে জিজ্ঞাসা করা হয় তার নিজ রাজ্য নেভাদার রাজধানীর নাম কি।উত্তর দিতে গিয়ে তিনি আ, উ করতে থাকেন। যখন তিনি তিনি উত্তর মনে করার জন্য জোর চেষ্টা করছিলেন তখনই উপস্থাপক সঠিক উত্তরটি বলে দেন নেভাদার রাজধানীর নাম কারসন সিটি।‘আপনাকে ধন্যবাদ, আমি ঠিক এটাই বলতে যাচ্ছিলাম’, বলেন সানচেজ।এমটিভির এক অনুষ্ঠানেও তিনি তার রাজ্যের রাজধানীর নাম ভুলে ‘কারসন ডালি’ বলে ফেলেছিলেন।
এ ঘটনার কয়েকদিন আগে তার বিরুদ্ধে নেভাদা’র ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগ করা হয়।এক সূত্র মতে, তিনি ভুয়া ঠিকানা ব্যবহার করে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।সানচেজ অবশ্য বলছেন ভুয়া ঠিকানা ব্যবহারের খবর সত্য নয়।
সূত্র: ইয়াহু নিউজ
Posted ১৩:০৪ | মঙ্গলবার, ১৭ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin