নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ব্যক্তিগত সহকারীসহ নিখোঁজ বলে অভিযোগ করেছে দলটি। সোমবার (৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, সোমবার বিকেল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক ও তার ব্যক্তিগত সহকারীর হদিস পাওয়া যাচ্ছে না।
এর আগে নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Posted ০৯:৩৩ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain