নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে কৃষকের ৪০০ আম গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা। শুক্রবার (২ডিসেম্বর) উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর আড্ডা এলাকার মহাখাল মৌজায় এ ঘটনাটি ঘটে। শুক্রবার দিবাগত রাতের কোন একসময় দূর্বত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। এতে প্রায় চারশত আম্রপালি গাছ কেটে ফেলে দূর্বত্তরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা ।
বাগান মালিকের ছেলে নাজমুল হক বলেন, আমার বাবার ৬ বিঘার আম বাগান ছিল এটি। আমি মোটামুটি ১ বছর থেকে পরিচর্যা করে আসছি। সকাল বেলা পাশের জমির মালিক এসে দেখে খবর দেয় যে, বাগানের প্রায় সব গাছ কাটা। তাৎক্ষণিক আমি ঘুম থেকে উঠে এসে দেখি সব গাছ কাটা। গাছ কে বা কারা কেটেছে তা জানি না কিংবা কারো সাথে শত্রুতা আছে তাও জানি না। কিন্তু এখানে ৮ শত এর বেশি গাছ আছে তাতে ৪ শত এর বেশি গাছ কাটা। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার জন্য থানায় অভিযোগ করেছি।
স্থানীয় জমির মালিক আসাদুল হক জানান, বাগানের পাশেই আমি গম বুনতে আসছিলাম। খানেক দূর থেকে দেখছি প্রচুর গাছ কাটা বাগানে। তখন বাগানের মালিকের ছেলে নাজমুলকে ফোন দিয়ে জানাই। এ ব্যাপারে বাগানের মালিক রজিবুল হক নিয়ামতপুর থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,অভিযোগ পেয়েছেি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।