নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন তা কখনো বলেননি। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলেই তিনি সরকার পরিচালনা করবেন।
আজ বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার পরিচালনা করবে।
তিনি আরো বলেন, জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না দেয় তাহলে তো শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন না। তবে দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।
এ সময় মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১৬:১০ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain