নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, তরুণ প্রজন্ম মাদকের প্রধান ভুক্তভোগী। এই প্রজন্মকে রক্ষায় করণীয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার। সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা দরকার। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদেরও ডোপ টেস্ট করা দরকার।
আজ সন্ধ্যায় কক্সবাজারে হোটেল সী গালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত ধুমপান ও মাদকবিরোধী সেমিনারে এ কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদককে হারাম বলেছে। ১৯৭৫ সালে তার হত্যাকাণ্ডের পর বাতিল করা ৫২টি মদ সরবারাহকারী প্রতিষ্ঠান নবায়নের মাধ্যমে মাদক ব্যবসা আবারো সক্রিয় হয়ে ওঠে।
তিনি আরো বলেন, দেশের ৫০-৬০ লাখ মানুষ বিভিন্নভাবে মাদকের সঙ্গে জড়িত। তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশে মাদক অনেকটা নিয়ন্ত্রণে আসবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, শামীম হায়দার পাটোয়ারী, নুরুল ইসলাম তালুকদার, মনোয়ার হোসেন চৌধুরী, ফখরুল ইমাম, আহমেদ ফিরোজ কবির, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
Posted ১৫:৩১ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain