| শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। এরপর আজ শুক্রবার সকালে এই অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পরই সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানালেন, শেহজাদ তার পুত্র।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্তানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
এসময় সন্তানের স্বীকৃতি দিয়ে তিনি লেখেন, ‘শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই নীরব ছিলেন শাকিব। এদিকে আজ সকালে তার ও বুবলীর একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে সব। তাদের মাধ্যমেই প্রকাশ পায় বাবা-মায়ের সঙ্গে আড়াই বছরের শেহজাদের কয়েকটি স্থিরচিত্র। এরপরই নিজের ফেসবুক পেজে বুবলীর সন্তানকে পিতার স্বীকৃতি দেন এ নায়ক।
Posted ১৭:৫৭ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain