| মঙ্গলবার, ১০ জুন ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১০ জুন : পৃথক তিনটি দুর্নীতির মামলায় প্রবাসীকল্যাণ সচিব খন্দকার শওকত হোসেনের আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন। গত রবিবার পৃথক তিন মামলায় প্রবাসীকল্যাণ সচিব হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। সচিবের পক্ষে আইনজীবী ছিলেন শেখ গোলাম হাফিজ।
মা, স্ত্রী ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সচিব শওকত হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মতিঝিল থানায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রাঢ বাদী হরয় তিনটি পৃথক মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, খন্দকার শওকত হোসেন ২০০১ সালে সমপ্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। অনিয়মের মাধ্যমে তিনি তিন কাঠা জমিকে পাঁচ কাঠায় উন্নীত করেন। সেখান থেকে দুই কাঠা জমি তিনি বিক্রি করে দেন। কিন্তু পরে ওই জমি ডেভেলপারকে দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন সাবেক এ সচিব।
Posted ১২:০২ | মঙ্গলবার, ১০ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin