| রবিবার, ৩১ জুলাই ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : ইরানে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে উদ্ধারকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রয়টার্স জানিয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি ভ্যালিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেন, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে চার শতাধিক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম। সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তেহরানের গভর্নর মহসিন মনসুরি প্রাণহানির এ তথ্য জানিয়েছেন।
Posted ১২:১২ | রবিবার, ৩১ জুলাই ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam