| বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : কালো রঙের স্কার্ট পরিহিত নৃত্যরতা স্বপ্ণসুন্দরী৷ সঙ্গে লিওনেল মেসি, নেমার, ফেব্রিগাস, এরিক আবিদাল, জেমস রডরিগেজ, সের্গেও আগুয়েরো এবং ফালকাও৷ এছাড়াও রয়েছেন জেরার্ড পিকে৷
বিশ্বফুটবলের সেরা তারকাদের সামনে রেখেই শুক্রবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অ্যানথেম ‘লা লা লা’ প্রকাশ করলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা৷ ‘ওয়ান লাভ, ওয়ান রিদম’–ফুটবল বিশ্বকাপের সরকারি অ্যালবামে শাকিররা এই অ্যানথেমও থাকছে৷ বিশ্বের সেরা তারকা ফুটবলারদের সঙ্গে থাকছে শাকিরা-পিকে ১৬ মাসের সন্তান৷ তাকে ফুটবলে মারতে দেখা গিয়েছে এই অ্যালবামে৷ শাকিরার সঙ্গে থাকছেন ব্রাজিলের তারকা কার্লিনোহস ব্রাউন৷ তিনি অ্যানথেমের মধ্যে সাম্বার স্বাদ এনেছেন৷ এনেছেন ব্রাজিলিয়ান সংষ্কৃতির ছোঁয়াও৷
অ্যালবামটি তৈরি করতে সহায়তা করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম৷ ‘ক্ষুধার্তের মুখে অন্ন্ দাও’ এই স্লোগানকে মাথায় রেখেই শাকিরা এই অ্যালবামটি তৈরি করেছেন৷ তিনি এদিন জানান, “ব্রাজিল বিশ্বকাপের জন্য আমাদের এই অ্যানথেম ‘লা লা লা’–ছোট্ট উপহার৷ সবাই জানেন, বিশ্ব ফুড প্রোগ্রাম সারা বিশ্ব জুড়ে অসাধরণ কাজ করছে৷ আমরা ওদের হয়ে কাজ করতে পেরে দারুণ খুশি৷” শাকিরা বিশ্বকাপের অ্যানথেম প্রকাশ করলেও জেনিফার লোপেজ এবং পিট বুল থিম সং ‘ওলে ওলা’ গেয়েছেন৷ – ওয়েবসাইট।
Posted ১০:৪১ | বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin