| মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় হাওরে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ইটনা উপজেলার সহিলা-ধনপুর হাওরের মাঝামাঝি স্থানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার দুই যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন অপর তিনজন।
তারা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের দামিহাহাটি গ্রামের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)। পরে আজ মঙ্গলবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বলেন, সকাল ৮টায় ৪ সদস্যদের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টার দিকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
Posted ০৯:২৫ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam