| শনিবার, ১৭ মে ২০১৪ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার সাথে অভিযুক্ত সেনা বাহিনীর বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত র্যাব-১১ এর সাবেক দুই কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। চাকুরিচ্যুত নৌবাহিনী কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে গ্রেপ্তার করা যাযনি।
সূত্র জানায়, নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশের একটি টিম রাত দুইটার দিকে ঢাকা সেনানিবাসের লগ এরিয়া থেকে মিলিটারি পুলিশের মাধ্যমে ঐ দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তাদের হেফাজতে নেন। এরপরই তাদেরকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
Posted ০৪:২১ | শনিবার, ১৭ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin