| শুক্রবার, ১৬ মে ২০১৪ | প্রিন্ট
১৬ মে : এবার হলিউড ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইরফান খানকে। নতুন ‘জুরাসিক পার্ক’ ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে। হলিউডের জনপ্রিয় ছবির ধারা ‘দ্য আমেজিং স্পাইডার ম্যান থ্রি’তে এবার দেখা যাবে ইরফান খানকে।
স্পাইডারম্যানের নতুন সিকোয়েলে খলনায়ক হতে যাচ্ছেন ইরফান খান। ২০১৬-এর ডিসেম্বর মাসেই মুক্তি পাবে ইরাফন খান অভিনিত ‘দ্য আমেজিং স্পাইডার ম্যান থ্রি’।
চলতি বছরের শেষের দিকে জুরাসিক পার্ক ও স্পাইডারম্যান থ্রি ছবির শ্যুটিংয়ের জন্যই হলিউডে বেশ কিছু মাস থাকবেন ইরফান।
Posted ১০:৫২ | শুক্রবার, ১৬ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin