| মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
ঢাকাস্থ মোরেলগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি, মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা, সমিতি ও ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা, হিসাব রক্ষণ কার্যালয় ঢাকা’র অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালীর ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সফল সভাপতি, মো. মাহমুদুল হক বাচ্চু (৭৫) সোমবার ভোর ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি – রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সোমাবার সকাল ১০টায় ঢাকায় এবং বাদ মাগরিব নিজ গ্রাম চিংড়াখালী হাই স্কুল মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Posted ১১:০৩ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum