| বুধবার, ১৪ মে ২০১৪ | প্রিন্ট
১৪ মে: নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর জামায়াতের আমির মোয়াজ্জম হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জামায়াত নেতা হেলাল সহযোগীদের নিয়ে নগরীতে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় তার বাসভবন ‘কুসুমালয়ে’ অভিযান চালায় পুলিশ।
এ সময় তাকে সেখানে না পেয়ে ‘রুনাস ভিলা’ নামে পাশের একটি ৪ তলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোয়াজ্জম হোসাইন হেলালের বিরুদ্ধে হরতালে যানবাহন ভাংচুর, সরকারি কাজে বাধাদান, নাশকতা সৃষ্টিসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
Posted ০৯:৪৬ | বুধবার, ১৪ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin